23 February 2018

কারো নির্বাচন ঠেকানোর ক্ষমতা নেইঃ তোফায়েল


স্বদেশবার্তা ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধীনেই ডিসেম্বরে নির্বাচন হবে, এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেইবিএনপি যতো কথাই বলুক তাদের দাবি পূরণ হবে না, তারা নির্বাচনে না এলে তাদেরই ক্ষতি হবে

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

মন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি সারাদেশে সন্ত্রাস কায়েম করেছে, তারা আবার ক্ষমতায় এলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে২০১৩ থেকে ১৫ পর্যন্ত তারা আগুন সন্ত্রাস করেছে, নির্বাচন বানচালের চেষ্টা করেছে, এমনকি হরতাল-অবরোধের নামে অরাজকতা সৃষ্টি করে দেশের অর্থনীতি পঙ্গু করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছেএখন এতিমের টাকা মেরে খালেদার জেল হয়েছেবিএনপি যতো আন্দোলন করুক না কেন তাদের দাবি ন্যায়সঙ্গত নয়


ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদএতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার


শেয়ার করুন

0 facebook: