23 February 2018

আবারও ত্রিপুরায় বোম উদ্ধার


আন্তর্জাতিক ডেস্কঃ ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার জিরানীয়া থানার জনবসতিপূর্ণ কাওয়াবন এলাকা থেকে একটি বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাস্তার পাশে এলাকাবাসী বোমটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়

জিরানীয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নিত্যানন্দ সরকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও বোম সদৃশ বস্তুটি উদ্ধার করে সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে আস হয়েছেবর্তমানে বোমটি থানায় নিরাপদে রাখা হয়েছে

ওসি নিত্যানন্দ সরকার জানান, আগরতলায় বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছেতারা গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন এটি বোম না অন্য কিছুএ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছেসাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে


এরআগে ভোটের দিন রাজধানীর ধলেশ্বর এলাকার রাস্তায় একটি বোম পাওয়া গিয়ে ছিলো


শেয়ার করুন

0 facebook: