23 February 2018

৮৩ বছরের বৃদ্ধ দ্বিতীয় বিয়ে করলেন ছেলে সন্তানের আশায়


আন্তর্জাতিক ডেস্কঃ ছেলে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করলেন ৮৩ বছরের এক বৃদ্ধযাকে বিয়ে করেছেন ওই নারী তার থেকে ৫৩ বছরের ছোটনারীর বয়স ৩০ বছরতার বিশাল সম্পত্তির উত্তারাধিকার রেখে যেতে ছেলে সন্তান দরকার বলে জানান সুখরাম বৈরব নামের ওই বৃদ্ধঘটনাটি ভারতের রাজস্থানেরখবর এডিটিভি

জানা গেছে, ভারতের রাজস্থানের সমরদের গ্রামের সুখরাম বৈররে প্রথম স্ত্রীর এক ছেলে সন্তান ছিল২০ বছর আগে জটিল রোগে আক্রান্ত হয়ে তার ছেলেটি মারা যায়এরপর থেকে ওই সম্পত্তির উত্তরাধিকারীর জন্য তার মনে একটা ছেলে সন্তানের আশা ছিল স্বামীর এই আশা পূরণে সুখমারের দ্বিতীয় বিয়েতে রাজি হন প্রথম স্ত্রী বাট্রোযদিও সুখরাম-বাট্টো দম্পতির দুটি মেয়ে রয়েছে, তারাও বিবাহিতা

৮৩ বছর বয়সী সুখরাম বলেন, এই বিয়ের একটাই উদ্দেশ্য, তা হলো একটা ছেলে সন্তান জন্ম দেয়াছেলে হলে তার সম্পত্তির দেখাশোনা করতে পারবে রাজস্থানের সমরদের এই বিয়েতে দাওয়াত পেয়েছিলেন আশপাশের ১২ গ্রামের মানুষ সুখরাম যেহেতু বিবাহিত তাই তার দ্বিতীয় বিয়ে করাটাকে অপরাধ হিসেবে গণ্য করে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এখন


শেয়ার করুন

0 facebook: