23 February 2018

জমির ম্যাপ-পর্চাসহ ছয় জেলার ২ জন ভারতীয় নাগরিক আটক


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে বাংলাদেশের ছয় জেলার জমির ২০০ মানচিত্র ও পর্চাসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছেবৃহস্পতিবার রাতে আদের আটক করে বেনাপোল চেকপোস্টের কাস্টমস কর্তৃপক্ষ আটক ভারতীয় দুই নাগরিক হলেন- ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর গাজাপটি এলাকার জয়দেব কুমারের ছেলে বিকাশ কুমার (২৮) ও সুদাম বেহারার ছেলে প্রহরাত বেহারা (৩০)তারা ভুবনেশ্বরের সুরায়রা অ্যাসোসিয়েশনের কর্মচারীদুই মাস আগে চট্টগ্রামের পদ্মা ওয়েল কোম্পানিতে তেল লাইনের প্রজেক্টের কাজে বাংলাদেশে এসেছিলেন তারা


কাস্টমস সূত্র জানায়, ওই দুই ভারতীয় নাগরিক নিজ দেশে ফেরার সময় রাত ৮টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস কর্তৃপক্ষ তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে বাংলাদেশের ছয় জেলার জমির মানচিত্র ও পর্চা জব্দ করেমানচিত্র ও পর্চাগুলো বাংলাদেশের দিনাজপুর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুল ইসলাম জানান, বাংলাদেশের ছয় জেলার ২০০ পিস জমির জরিপ ম্যাপসহ আটক দুই ভারতীয নাগরিককে তথ্য পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: