![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর
শাঁখারীবাজার এলাকায় বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে তিনজনকে ৯ মাসের
বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে শাঁখারীবাজারে অভিযান চালিয়ে র্যাবের-১০ এর সদস্যরা ওই তিন
বিক্রেতাকে আটক করেন।
আটককৃতরা হলো,
দীপক নন্দী (৫৫), পনির চন্দ্র
দাস (৪০) ও ময়না রানী সরকার। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান
বলেন, র্যাব ও বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের
যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে ছয় মণ কচ্ছপসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
র্যাবের
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিনি আটককৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, ১২-১৪ জনের একটি চক্রটি মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা হতে এসব
কচ্ছপ শিকার করে শাখারীবাজার এলাকার বেশ কিছুদিন ধরে বিক্রি করছেন। আটককৃতদের মধ্যে পনির চন্দ্র
দাস একই অপরাধে আগেও ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।
খবর বিভাগঃ
ঢাকা বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: