![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ গত ১০ ফেব্রুয়ারি
ভারতের একটি সেনা ক্যাম্পের ওপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে দেরি না করে শিগগিরি
ব্যবস্থা নেয়া হবে। এজন্য পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকসহ নানা ব্যবস্থা নিয়ে চিন্তা
করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
বুধবার জেনারেল
বিপিন রাওয়াত এ বক্তব্য দিয়েছেন এবং পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন
আজ এ খবর প্রকাশ করেছে। ১০ ফেব্রুয়ারি ভারতীয়
ক্যাম্পের ওপর হামলায় ছয় সেনা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল। ভারত বলছে, পাকিস্তান সমর্থিত জয়শে মুহাম্মাদের সন্ত্রাসীরা এ হামলা
চালিয়েছে। হামলার বিষয়ে ভারতের
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিথারমন বলেছেন, নয়াদিল্লি মনে করে- হামলাকারীদের প্রতি পাকিস্তানের সমর্থন রয়েছে এবং এজন্য
ইসলামাবাদকে মূল্য দিতে হবে।
এ প্রসঙ্গে
ভারতীয় সেনাপ্রধান বলেছেন, পাকিস্তান এমন যুদ্ধ চালাচ্ছে
যা থেকে লাভবান হচ্ছে বলে তারা মনে করছে কিন্তু তাদের চড়া মূল্য দিতে হবে এবং আমাদের
হাতে সার্জিক্যাল স্ট্রাইকসহ কয়েক রকমের ব্যবস্থা রয়েছে।" তবে কী কী ব্যবস্থা নেবেন তিনি তা বিস্তারিত বলেননি। জেনারেল বিপিন তার ভাষায় বলেন,
পাকিস্তান যদি সীমান্তে সন্ত্রাসী পাঠানো বন্ধ করে তাহলে
তিনি দ্রুত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতির নির্দেশ দেবেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: