24 February 2018

জাস্টিন ট্রুডোর সাথে মোদির সাক্ষাত


আন্তর্জাতিক ডেস্কঃ গত শনিবার থেকে রাষ্ট্রীয় সফরে সপরিবারে ভারতে সফর করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোভারতে পা রাখার প্রায় এক সপ্তাহ পর তার সঙ্গে সাক্ষাত করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিএটাই ভারতে জাস্টিন ট্রুডোর প্রথম রাষ্ট্রীয় সফরখবর বিবিসি

জাস্টিন ট্রুডো শনিবার ভারতে পা রেখেই সফর শুরু করেছেন মুম্বাই দিয়েরোববার তিনি কাটিয়েছেন আগ্রায়, সোমবার গেছেন আহমেদাবাদেএরপর মঙ্গলবার আবার মুম্বাই, বুধবার অমৃতসরে কাটিয়ে তার সপ্তাহব্যাপী সফরের শেষ দুই দিন অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার দিল্লি সফর করবেন

তবে ভারতে পা রাখার পর প্রধানমন্ত্রী ট্রুডোকে স্বাগত জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কিংবা তার দুই প্রতিমন্ত্রী- ভি কে সিং বা এম জে আকবরও বিমান বন্দরে উপস্থিত ছিলেন নাসপরিবার ট্রুডোকে ভারতে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন কৃষি মন্ত্রণালয়ের একজন জুনিয়র মন্ত্রী গজেন্দ্র সিংযা ছিল ট্রুডোর জন্য একেবারেই বেমানানট্রুডোকে ভারত যেভাবে শীতল অভ্যর্থনা জানিয়েছে তার একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে, ভারতের বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের সমর্থকদের প্রতি তার সরকার যে মনোভাব নিয়েছে সে বিষয়কে

ট্রুডোর ক্যাবিনেটে যে চারজন শিখ মন্ত্রী আছেন, তাদের মধ্যে হরজিৎ সজ্জন ও অমরজিৎ সোধি প্রকাশ্যেই কানাডাতে খালিস্তান আন্দোলনকে সমর্থন করে নানা বিবৃতি দিয়েছেনতবে শিখ চরমপন্থীদের একটি নৈশভোজের দাওয়াত কানাডার তরফ থেকে প্রত্যাখ্যান করা হয়েছেতারপরেই মোদি ট্রুডোর সাক্ষাত হলো


শেয়ার করুন

0 facebook: