24 February 2018

ভাগনিকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ


স্বদেশবার্তা ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে জবাই করে হত্যার ভয় দেখিয়ে ভাগনিকে (৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছেশুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটেএ ঘটনায় ধর্ষক খালু ফজলু মিয়াকে (৩২) গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে

আটক ফজলু নাটোরের সিংড়া উপজেলার বিনাহার গ্রামের আব্দুল সোবাহানের ছেলে। 

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা জানান, ধর্ষক ফজলু কালিয়াকৈরের মৌচাকে এলাকায় স্ত্রীকে নিয়ে  ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতোমেয়েটি তাদের সঙ্গে স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণিতে পড়াশোনা করতো। গককাল শুক্রবার বিকালে মেয়েটিকে বাসায় একা পেয়ে জবাই করে হত্যার ভয় দেখিয়ে  ধর্ষণ করে ফজলুপরে মেয়েটি দৌড়ে বাসা থেকে বেরিয়ে পাশের বাড়ির লোকজনকে জানায় এবং পাশে একটি রেললাইনে আত্মহত্যা করতে যায়এসময় স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে ধর্ষক ফজলু মিয়াকে আটক করেখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফজলু মিয়াকে গ্রেফতার করে


ওসি রফিকুল ইসলাম জানান, ধর্ষক ফজলু মিয়াকে গ্রেফতার করা হয়েছেপ্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মেয়েটিকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেমেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল  কলেজ হাসপাতালে পাঠানো হবে


শেয়ার করুন

0 facebook: