স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশের
প্রথম মসজিদশুন্য থানায় পরিনত হলো হাতিরঝিল। গতকাল পবিত্র জুম্মার নামাজ চলাকালে
মুসল্লীদের ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেয় সেনাবাহিনীর সদস্যরা। অতঃপর ভেঙ্গে
ফেলা হয় মসজিদটি।
গত ০৯/০১/২০১৮ তে আমরা
হাতিরঝিলের পবিত্র এই মসজিদটি ভেঙ্গে ফেলা হবে মর্মে একটি সংবাদ প্রকাশ করি (পূর্বের ৭টি মসজিদ ও
মাদরাসার পর এবার ভেঙ্গে ফেলা হচ্ছে হাতিরঝিলের একমাত্র ভাসমান মসজিদটিও)
ওয়াকফকৃত পবিত্র এই
মসজিদটির কারনে হাতিরঝিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে, এই অজুহাতে
মসজিদটি ভেঙ্গে দেয়া হলো।
মসজিদ কর্তৃপক্ষ
একাধিকবার নিজস্ব অর্থায়নে মসজিদটি বহুতল করার সিদ্ধান্ত নিলেও তা করতে দেয়নি
হাতিরঝিলের দায়িত্বরতরা, তাদের এক কথা- এই স্থানে মসজিদ থাকতে
পারবে না।
একজন মুসল্লী জানালেন,
এখনও
ওয়াকফকৃত মসজিদটির নতুন যায়গা দেয়া হয়নি বরং অন্য একটি মসজিদকে এ মসজিদের বদলি বলে
মিথ্যা দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, হাতিরঝিলে
রামপুরা রাস্তায় ঢুকতে একটি মন্দিরের কারণে রাস্তা ঘুরিয়ে নেয়া হলেও সৌন্দর্যেয
কথা বলে ওয়াকফকৃত মসজিদটি উচ্ছেদ করা হলো।
খবর বিভাগঃ
অপরাধ
জাতীয়
ধর্ম ও জীবন
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: