24 February 2018

কাবুলে সেনা ঘাঁটিতে হামলায় নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের একটি সেনা ঘাঁটিতে তালেবান সন্ত্রাসীদের হামলায় সরকারি বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেনশনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেঅপরদিকে, রাজধানীতে এক আত্মঘাতী হামলা চালিয়ে একজনকে হত্যা করেছেআহত হয়েছেন আরও ছয়জনখবর রয়টার্স

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে শুক্রবার রাতে একটি সেনা পোস্টে হামলা চালিয়েছে সন্ত্রাসীতিনি বলেন, বহু সংখ্যক তালেবান সন্ত্রাসী একটি সেনা পোস্টে হামলা চালিয়েছেআমরা ১৮ সেনাকে হারিয়েছিহামলায় আরও দুজন আহত হয়েছেনওয়াজিরি জানিয়েছেন, তার কাছে ওই হামলা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেইতালেবানের তরফ থেকে ওই হামলার দায় স্বীকার করে জানানো হয়েছে, তাদের দুই যোদ্ধা নিহত হয়েছেন

শনিবার হেলমান্দ প্রদেশের লস্কর গাহ শহরে পৃথক একটি আত্মঘাতী হামলার ঘটনায় এক আত্মঘাতী একটি গাড়িবোমা বিস্ফোরণ করলে কমপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেনওই একই প্রদেশে একটি সেনা পোস্ট হামলার ঘটনায় দুই সেনা নিহত এবং আরও একজন আহত হয়েছেন

এর আগে গত মাসের ২১ তারিখে একটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবান সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেনএদের মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিকঘটনাস্থলে বন্দুকধারীদের সঙ্গে বিশেষ বাহিনীর প্রায় ১২ ঘণ্টা লড়াই চলেদীর্ঘ লড়াইয়ের পর বন্দুকধারীদের প্রতিহত করে বিলাসবহুল ওই হোটেলের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী

ওই হামলার মাত্র চারদিন পরেই আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ে হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়কয়েকজন বন্দুকধারী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং এর পরপরই ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়জালালাবাদে অবস্থিত আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ে ওই হামলার দায় স্বীকার করেছে আইএস

ইউনিভার্সিটি অব কাবুলের লেকচারার আবদুল্লাহ ফাহিমি আল জাজিরাকে বলেন, শহরে সন্ত্রাসীদের হামলা দিন দিন বেড়েই চলেছেএর আগে গত বছরের অক্টোবরে একটি মিনিবাসে করে যাওয়ার সময় একটি বিস্ফোরণের ঘটনায় ১৫ জন মিলিটারি ক্যাডেট নিহত হয়তালেবান সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে

গত মাসের ২৭ তারিখে রাজধানী কাবুলে বিস্ফোরক বোঝাই একটি অ্যাম্বুলেন্স নিয়ে হামলা চালানোর ঘটনায় পুরো শহরজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছেওই হামলায় শতাধিক মানুষ নিহত এবং আরও কমপক্ষে ২৩৫ জন আহত হয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস জানিয়েছেন, শনিবার এক আত্মঘাতী ন্যাটো বাহিনীর সদর দফতরের কাছে রাস্তায় নিজের সঙ্গে থাকা বিস্ফোরক দিয়ে আত্মঘাতী হামলা চালায়তবে ওই হামলায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের মুখপত্র আমাক নিউজ এজেন্সির এক খবরে ওই হামলার দায় স্বীকার করেছে২০১৫ সাল থেকেই ওই এলাকায় সক্রিয় হয়ে উঠেছে আইএসএ পর্যন্ত সেখানে বহু হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠনটি

কাবুলে চলমান হামলা ও সহিংসতা থেকে শহরটির ৫০ লাখ মানুষকে রক্ষা করতে নতুন নিরাপত্তা পরিকল্পনার অনুমোদন করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনিতবে ইতোমধ্যেই শহরে নিরাপত্তার জন্য বেশ কিছু চেক পয়েন্ট স্থাপন করা হয়েছেতবে নতুন করে নিরাপত্তা ব্যবস্থায় কী কী আনা হচ্ছে সে সম্পর্কে পরিষ্কার করে কিছু জানানো হয়নি


শেয়ার করুন

0 facebook: