24 February 2018

বাক্সবোমা বিয়ের উপহার, বিস্ফোরণে বরের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার ভারতের উড়িষ্যার বোলাঙ্গির জেলায় অনাকাংখিত একটি ঘটনা ঘটেছে। দুদিন আগে ছিল রিসিপশন। মাত্র পাঁচ দিন আগে বিয়ে হয়েছেদুই অনুষ্ঠান মিলিয়ে প্রচুর উপহার পেয়েছিলেন নবদম্পতিকিন্তু সেই উপহার খুলতে গিয়েই ঘরের ভেতরে বিস্ফোরণমেঝেতে লুটিয়ে পড়লেন দম্পতি, এর সঙ্গে বরের দাদিরক্তারক্তি কাণ্ডকিছুক্ষণের মধ্যেই মারা যান ওই যুবকসহ তার সঙ্গে থাকা দাদিগুরুতর জখম নববধূ

গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল ওই যুবকেরবুধবার ছিল রিসিপশনবিয়ের ব্যস্ততার কারণে উপহারগুলো আর দেখে ওঠা হয়নিরিসিপশনের অনুষ্ঠান শেষে তাই উপহারগুলো বাড়িতে এনে রেখে দিয়েছিলেনআত্মীয়স্বজন চলে গেলে উপহারগুলো দেখবেন বলে ঠিকও করে রেখেছিলেনসেই মতো ওই দিন উপহারগুলো ঘাঁটাঘাঁটি করছিলেন স্বামী-স্ত্রী মিলেউপহারগুলো দেখার জন্য নাতি ও নতুন নাত-বউয়ের সঙ্গে হাত লাগিয়েছিলেন দাদিউপহারগুলোর মধ্যে রাখা একটি বাক্স খুলতেই জোরালো বিস্ফোরণ হয়তিনজনেই গুরুতর জখম হন

বিস্ফোরণের আওয়াজ শুনে আশপাশ থেকে লোকজন ছুটে এসে দেখেন ঘর রক্তে ভেসে যাচ্ছেমেঝেতে পড়ে রয়েছেন তিনজনতাদের উদ্ধার করে রৌরকেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বৃদ্ধারহাসপাতালে পৌঁছানোর পর যুবক মারা যানতবে তার স্ত্রীর চিকিৎসা চলছে

উপহারের মধ্যে বিস্ফোরক কোথা থেকে এল? কে বা উপহার হিসেবে ওই বিস্ফোরক দিয়ে গেল? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে পাড়া-পড়শীদের মধ্যেউত্তর খুঁজছে পুলিশওকী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখতে পুলিশের একটি বিশেষজ্ঞ দল বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে


শেয়ার করুন

0 facebook: