![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের
দক্ষিণাঞ্চলীয় এলাকা এডেনে সন্ত্রাস-বিরোধী ইউনিট বা ‘কাউন্টার টেরিরিজম ইউনিট’র প্রধান কার্যালয়কে লক্ষ্য
করে সন্ত্রাসীদের আত্মঘাতী গাড়ি বোমা ও বন্দুক হামলায় ১৪ জন নিহত হয়েছেন। আহত আরো অন্তত ৪০ জন, খবর প্রকাশ করেছে রয়টার্স।
শনিবার এডেনের
দক্ষিণ-পশ্চিমাংশের তাবাহি এলাকায় চালানো এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক
স্টেট (আইএস)। নিজেদের বার্তা সংস্থা আমাকে
দেওয়া এক বিবৃতিতে সদরদপ্তরটিতে চালানো হামলাকে ‘শহীদি অভিযান’ বলে আখ্যা দিয়েছে আইএস।
নিরাপত্তা
সূত্রগুলো রয়টার্সকে জানায়, দুই সন্ত্রাসী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে শিবিরটির প্রবেশ পথে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়,
এর সঙ্গে ছয় বন্দুকধারী শিবিরটিতে হামলা চালায়।
নিরাপত্তা
বাহিনী তাদের গুলি করে হত্যা করে এবং মিলিটারি হাসপাতালে তাদের মরদেহ নিয়ে যাওয়া
হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে হাতপাতালের সংবাদ সূত্র।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: