![]() |
সিলেট প্রতিনিধিঃ সিলেটে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে মাটিধসে নিহত আরও দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃতদেহ উদ্ধার করা হল।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকায় এ ঘটনা ঘটে। এরপরই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় আহত হয়েছেন আরও তিনজন বলে যুগান্তরকে জানান কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) দিলিপ নাথ।
তিনি বলেন, দুজনের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানা যায়, ভোলাগঞ্জ কোয়ারির হাজিরডেগনা এলাকায় রাতে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাত সাড়ে ৯টায় গর্তের ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। প্রাথমিকভাবে নিহতদের বাড়ি সুনামগঞ্জের মুরাদপুর গ্রামে বলে জানা গেছে।
খবর বিভাগঃ
বিভাগীয় সংবাদ
সিলেট বিভাগ
0 facebook: