27 February 2018

ভাতের দাবিতে গ্রামজুড়ে পোস্টারিং!


আন্তর্জাতিক ডেস্কঃ গোটা গ্রামে সুনসান নীরবতাকথা বলার লোকই নেইএমন জনশূন্য গ্রামে রাতের আঁধারে ভাতের দাবিতে পোস্টারিং করা হয়েছেভারতের মেদিনীপুর জেলার মোবারকপুরে এ ঘটনা ঘটেছেগ্রামের প্রায় সব ঘরের দেয়ালে, বিভিন্ন গাছে, বিদ্যুতের পিলারসহ প্রায় সব স্থাপনায় পোস্টার লাগানো হয়েছেসাদা কাগজে লাল কালিতে লেখা হয়েছে ভ্যানামেই (পোস্টারে লেখা ভেনামি) চাই না, ভাত চাই

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের এই গ্রামে শনিবার স্থানীয় তৃণমূল নেতা নান্টু প্রধানের মৃতদেহ উদ্ধার করা হয়েছেনান্টু প্রধানের হত্যার সঙ্গে বিজেপি-সিপিএম হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছেজোর করে চাষজমিকে মাছের ঘেরে রূপান্তরিত করতেন নান্টু ও তার দলবলতাকে কেউ জমি দিতে রাজি না হলে তারে ওপর নির্যাত নেমে আসতকিন্তু ভ্যানামেই চিংড়ির চাষে জমি নষ্ট হয়তাই অনেকেই বেঁকে বসেছিলেনসেই সংঘাতেই নান্টুকে মরতে হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর


কিন্তু টান্টুর মৃত্যুর পর গ্রামজুড়ে কারা এ পোস্টারিং করেছে তা এখনো উদ্ধার করতে পারেনি স্থানীয় পুলিশখবর আনন্দবাজার পত্রিকার


শেয়ার করুন

0 facebook: