মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক শাজাহান (৪৫), হেলাপর সোহাগ (২৮), হেলপার নয়ন (২৫) ও মহিলা পরিষদের বাগেরহাট জেলা সভাপতি ও স্কুল শিক্ষিকা শিল্পী সমাদ্দার (৬৫)।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আজিজুর রহমান বলেন, আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মুহম্মদ রায়হান জানান, দুপুরে পোনায় ঢাকা থেকে পিরোজপুরগামী বলেশ্বর পরিবহরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপারসহ তিনজন নিহত হন। এতে বাসের আরও ২০ যাত্রী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
দুর্ঘটনা
0 facebook: