27 February 2018

যুক্তরাষ্ট্র বিদ্যুৎ-জ্বালানি খাতে আরও কাজ করতে আগ্রহী


স্বদেশবার্তা ডেস্কঃ বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট

মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা ব্যক্ত করেন

বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাতের কোম্পানিগুলো বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কে আগ্রহ উত্তরোত্তর বাড়ছেএক্সিলারেট, সানএডিসন, জিই ইত্যাদিসহ কয়েকটি কোম্পানি জ্বালানি ও বিদ্যুৎ খাতে কাজ করতে চায়

তিনি জানান, চেনারিসহ বেশ কয়েকটি কোম্পানি এলএনজি নিয়ে কাজ করতে ইচ্ছুকজিইসহ সরকারি ও বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদনেও আগ্রহ দেখাচ্ছে

মাতারবাড়ি, কক্সবাজার, পটুয়াখালী, চট্টগ্রাম, আশুগঞ্জ এলাকায় নাইনএইচএ গ্যাস টার্বাইন, স্টীম টার্বাইন, হিট রিকভারি স্টীম জেনারেটর ব্যবহার করে জিই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মার্শিয়া বার্নিকাট

যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্বাগত জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ খুবই কমবিদ্যুৎ খাতে প্রতিবছর ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে বিনিয়োগ হচ্ছেএ অঞ্চলেই বিনিয়োগের বিশাল সম্ভাবনা সুষ্টি হয়েছেপ্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আমেরিকা এগিয়ে আসলে উইন-উইন পরিস্থিতিতে উভয় দেশের সমৃদ্ধি বাড়বে

বিপুল সম্ভাবনাময় এ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়ার জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন নসরুল হামিদ


সাক্ষাতের সময় বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস ও ইউএস কমার্স বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক ম্যালকম বার্ক উপস্থিত ছিলেন


শেয়ার করুন

0 facebook: