স্বদেশবার্তা ডেস্কঃ মদ পানের টাকা না দেয়ায় জামাতা শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানের চানমারি এলাকায়।
নিহত ব্যক্তির নাম বরপ মন্ডা (৬৫)। ঘাতক জামাতার নাম বিশ্রাম মন্ডা (৩৫)।
এলকাবাসীরা জানায়, রেমা চা বাগানে মঙ্গলবার তলববার (পারিশ্রমিক প্রদান) ছিল। শ্বশুর বরপ মুন্ডা সাপ্তাহিক হাজিরা গ্রহণ করে বাড়ি যাবার পর রাত প্রায় সাড়ে ১২টার সময় বেকার মেয়ের জামাই বিশ্রাম মুন্ডা মদ পানের জন্য টাকা চায়। টাকা না দেয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা করে বিশ্রাম।
খবর পেয়ে রাত ১টার সময় বিশ্রামকে আটক ও লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে পুলিশ। বুধবার সকালে হবিগঞ্জের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: