আন্তর্জাতিক ডেস্কঃ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইদলিবের মাসরান এলাকায় এসইউ-২৫ তাদের বিমানটি অভিযান চালাচ্ছিল। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিবৃতিতে বলা হয়েছে, কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধবিমানটি বিধ্বস্ত করা হয়েছে।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্রবাদী-অধ্যুষিত এলাকায় এই রুশ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে মস্কো নিশ্চিত করেছে। রাশিয়া বলেছে, বিমানটি ভূপাতিত হওয়ার পর এর পাইলট নিরাপদে ভূমিতে অবতরণ করলেও বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমানটির পাইলট প্যারাসুটের সাহায্যে যে এলাকায় অবতরণ করেন সেটি উগ্র তাকফিরি গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম নিয়ন্ত্রণ করছে। পাইলট নিরাপদে ভূমিতে অবতরণ করলেও অজ্ঞাত একটি উগ্রগোষ্ঠীর সাথে সংঘর্ষে নিহত হন।
বিমান বিধ্বস্ত হওয়ার এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে, উগ্রবাদীরা রুশ পাইলটকে আটক করতে গেলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন এবং এ সময় সংঘর্ষে তার মৃত্যু হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, শনিবারের এ ঘটনার পর রুশ যুদ্ধবিমানগুলো ইদলিবের ফতেহ আশ-শাম নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩০ উগ্রবাদীকে হত্যা করেছে। নিহত রুশ পাইলটের লাশ উদ্ধার করার চেষ্টা চলছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
সিরিয়া থেকে আইএস নির্মূল হলেও আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট জাবহাত ফতেহ আশ-শামের মতো কিছু উগ্রগোষ্ঠী এবং কুর্দি বিদ্রোহীরা এখনো দেশটির কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। ফতেহ আশ-শাম আগে আন-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: