নারায়ণগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন। রোববার দুপুরে নগরীর চাষাঢ়া সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিং করেন তিনি। এসপি জানান সিদ্ধিরগঞ্জে ছেলেধরা গুজবে জড়িয়ে স্থানীয় লোকজন সিরাজ মিয়াকে পিটিয়ে হত্যা করে।
সে কোন প্রতিবাদ করতে পারেনি। বিষয়টি আমারা তদন্ত করে দেখেছি। সেখানে ছেলেধরার কোনো বিষয় ছিল না। তিনি বলেন, একটি গোষ্ঠী ছেলেধরা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। যারা এই গুজব ছড়িয়ে ফয়দা লুটার চেষ্টা করছে তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।
সে কোন প্রতিবাদ করতে পারেনি। বিষয়টি আমারা তদন্ত করে দেখেছি। সেখানে ছেলেধরার কোনো বিষয় ছিল না। তিনি বলেন, একটি গোষ্ঠী ছেলেধরা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। যারা এই গুজব ছড়িয়ে ফয়দা লুটার চেষ্টা করছে তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।
ছেলেধরা গুজবে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে এমন কিছু ঘটলে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন কেউ নিজের হাতে আইন তুলে নিলে তাদের চিহৃত করে আইনের আওতায় আনা হবে। গুজবে কান দিয়ে আইন হাতে তুলে না নেয়ার জন্য জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পুলিশ মাইকিং করছে। স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষেয় সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
অন্যদিকে ফতুল্লার লালখা এলাকায় ছেলেধরা সন্দেহে রাসেল মিয়া (৩৮) এক যুবককে পিটিয়ে আহত করেছে স্থানীয় লোকজন। রোরবার সকালে পুলিশ খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত যুবকের বাড়ি বন্দরের নবীগঞ্জ এলাকায়। সে রাজধানীর জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকে।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, রোববার সকালে রাসেল নামের এক যুবক লালাখা এলাকার শাহজাহান গাজীর মেয়ে প্রিয়াকে (১১) ফুল দেখায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখে ছেলে ধরা সন্দেহে তাকে ধরে পিটুনি দেয়।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: