![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্তি শিক্ষা ব্যবস্থাকে
চরমভাবে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান
নূর।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)
সেমিনার কক্ষে ‘অটিস্টিক শিশুরা কেমন হয়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতি মন্ত্রী নূর বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা
ধ্বংসের জন্যে শিক্ষকদের এমপিওভুক্তি
চরমভাবে দায়ী। এই এমপিও যতটা না উপকার করেছে, তার চেয়ে বেশি করেছে অপকার।
‘কতটুকু মান অর্জন করলে সরকার
তাদের বেতন ভাতা দেবে তার একটি সুনির্দিষ্ট নীতিমালার দরকার ছিল। সেটি না করায় এর কুফল আমাদের ভোগ করতে হচ্ছে।’
তার দাবি, শিক্ষকদের বেতন ভাতার দায়িত্ব
যেভাবে সরকার নিয়েছে, যেভাবে গণহারে স্কুল তৈরি ও শিক্ষক নিয়োগ হয়েছে, এ কারণেই আজকে শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। এই এমপিও প্রথা চালু করেছেন এরশাদ।
নিয়োগের ক্ষেত্রে শিক্ষকদের যোগ্যতা বিবেচনা করা হয়নি বলেও
মন্তব্য করেন তিনি।
আসাদুজ্জামান নূর বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে-ই
টাকা দিয়েছে সে-ই নিয়োগ পেয়েছে, যোগ্যতার মাপকাঠিতে বিচার করা হয়নি। এরশাদ সাহেব আমাদের এই ক্ষতিটা করে দিয়েছেন।
‘যার কুফল আমরা ভোগ করছি। কারণ শুরুর দিকে নিয়োগ পাওয়া শিক্ষকরা তো এখনও রয়ে
গেছেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পিআইবি'র মহাপরিচালক শাহ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
0 facebook: