14 February 2018

আনিস আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কথিত হিন্দুধর্ম অবমাননার মামলায়


স্বদেশবার্তা ডেস্কঃ সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে হিন্দুদের দেবী সরস্বতীকে নিয়ে ফেইসবুকে কথিত অবমাননাকরমন্তব্য (সেক্সি) করায়

হিন্দুদের কথিত দেবী সরস্বতীকে নিয়ে মন্তব্যে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে করা হয় মামলাটিআইনজীবী অনুপম চক্রবর্তী গতকাল মঙ্গলবার মামলাটি করার পর চট্টগ্রামের মহানগর হাকিম মাসুদ পারভেজ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন

অনুপম চক্রবর্তী সাংবাদিকদেরকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস আলমগীর সরস্বতী পূজার দিন ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন

ওই স্ট্যাটাসে উনি আমাদের বিদ্যাদেবী সরস্বতীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেনদণ্ডবিধির ২৯৫ ও ৫০১ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হিন্দু সম্প্রদায়কে অবমাননার অভিযোগ আনা হয়েছে মামলায়

মামলার শুনানির সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী ও জ্যেষ্ঠ আইনজীবী নিতাই প্রসাদ ঘোষসহ অর্ধশত আইনজীবী বাদীর পক্ষে উপস্থিত ছিলেন বলে জানান অনুপম চক্রবর্তী

আনিস আলমগীরের বিরুদ্ধে একই অভিযোগে ঢাকার আদালতেও মামলা হয়েছেএদিকে সেই ফেইসবুক স্ট্যাটাস নিয়ে সমালোচনার মুখে ইতোমধ্যে বাধ্য হয়ে পোষ্ট ডিলিট করেছেন আনিস আলমগীর


শেয়ার করুন

0 facebook: