![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ঢাকা-রাজশাহী রুটের ন্যাশনাল ট্রাভেলস্ এর ওই বাসটিসহ চালক মুহম্মদ ডালিমকে (৩৫) আটক করা হয়।
গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আটক বাস চালক ডালিম চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বাজার স্টেশন এলাকার মুহম্মদ শুকুর আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাইওয়েতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস্ এর যাত্রীবাহী বাসের চালকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা। বর্তমানে বাস চালক ডালিম এবং বাসটি পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: