![]() |
তথ্য ও প্রযুক্তি ডেস্কঃ কম্পিউটার ছাড়াই শিক্ষার্থীদের কম্পিউটার প্রযুক্তি শেখাচ্ছেন ঘানার এক শিক্ষক। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশটির খুমাসি শহরের ওই শিক্ষককে ব্ল্যাকবোর্ডে জনপ্রিয় মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের খুঁটিনাটি রেখাচিত্র এঁকে শিক্ষার্থীদের সবক দিতে দেখা যায়।
ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন- ঘানার স্কুলে কম্পিউটার শেখানো খুবই মজার কাজ। এই ছবি ফেসবুকে কয়েক হাজার শেয়ার গেলে মাইক্রোসফট কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য একটি নতুন কম্পিউটার পাঠাবে। রিচার্ড অ্যাপ্পিয়াহ আকাতো নামে ওই শিক্ষক লিখেছেন- আমি আমার শিক্ষার্থীদের ভালোবাসি। কাজেই জিনিসটি তারা যেভাবে ভালো বুঝবে, তাদের সেভাবেই শেখাতে চেষ্টা করি।
তিনি বলেন, স্কুলটিতে ২০১১ সাল থেকে কোনো কম্পিউটার নেই। কিন্তু হাইস্কুলে উঠতে হলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে (আইসিটি) পাস করতে হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি ওই ছবিটি ফেসবুকে পোস্ট করেন। এর পর বহু লোক তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ওই শিক্ষক বলেন, এটিই আমার জন্য প্রথম কোনো অভিজ্ঞতা নয়। শিক্ষার্থীদের শেখাতে গিয়ে আমাদের সবসময়ই এমনটি করতে হচ্ছে।
খবর বিভাগঃ
তথ্য ও প্রযুক্তি
0 facebook: