![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ কেন্দ্রীয়
বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে দলের স্থায়ী কমিটি। শনিবার বিকাল ৪টায়
চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার অনুপস্থিতিতে দলের সিনিয়র নেতাদের এটি দ্বিতীয় বৈঠক।
চেয়ারপারসনের
মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- বৈঠকে বিএনপির
স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবরা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে
জানা গেছে, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি ও আগামী জাতীয়
নির্বাচন সামনে রেখে করণীয় ঠিক করতে এ বৈঠক ডাকা হয়েছে। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা
হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
0 facebook: