01 March 2018

১৪ জুলাই থেকে হজ্জ ফ্লাইট শুরু


স্বদেশবার্তা ডেস্কঃ এই বছর হজ্জ গমনে ইচ্ছুকদের নিবন্ধন কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছেচলবে আগামী ১১ মার্চ পর্যন্তফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই থেকেজানালেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

এদিন সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজ্জে গমনে ইচ্ছুকদের প্রাক-নিবন্ধিতদের মূল নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, নিবন্ধন ছাড়া কোনো হজ্জযাত্রীকে প্রতিস্থাপন করা যাবে নাকোনো ধরনের পুলিশ ভেরিফিকেশনও লাগবে না০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করে যেকোনো ধরনের অভিযোগ জানাতে পারবেন তারা

তিনি জানান, বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী হজে যাবেনএর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ্জে যাবেন ৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন নির্দিষ্ট আকার ও জাতীয় পতাকাখচিত পলিব্যাগ ও কিটব্যাগ হজযাত্রীদের নিজ নিজ ব্যবস্থাপনায় কিনতে হবে বলেও জানান তিনি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ আছেপ্যাকেজ ১-এর জন্য দিতে হবে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকাপ্যাকেজ ২-এর জন্য লাগবে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকাএর মধ্যে বিমান ভাড়া ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা এসময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান উপস্থিত ছিলেন


শেয়ার করুন

0 facebook: