01 March 2018

জোর করে হিজাব খোলার দায়ে পুলিশকে ৬০ হাজার ডলার দণ্ড


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে তিন মুসলিম নারীকে প্রকাশ্যে জোর করে হিজাব খুলে ফেলার দায়ে ৬০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছেপ্রায় ৬ বছর মামলাটি চলার পর পুলিশকে এই অর্থদণ্ড দেয়া হয়েছেএতে তিন নারীর প্রত্যেককে ৬০ হাজার ডলার করে দেয়ার জন্য নিউইয়র্ক পুলিশকে আদেশ দেয়া হয়েছেখবর বিবিসি


মামলার বাদী তিন তরুণী অভিযোগ করেছিলেন যে নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা সবার সামনে তাদের হিজাব খুলে ফেলতে বাধ্য করেছিলেন এবং ছবি তুলেছিলেনমামলাটি শুরু হয় ২০১২ সালেএই মামলার বাদী পক্ষের উকিল তাহানি আবুশি বিবিসিকে বলেন, মামলাটি শুধু মুসলমানদের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, অন্য যেসব ধর্মে মাথা ঢেকে রাখার নিয়ম আছে তাদের জন্য এই মামলার রায় তাৎপর্যপূর্ণ


শেয়ার করুন

0 facebook: