04 March 2018

আমাদের আফ্রিকান ভাইদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেইঃ এরদোগান


আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার পাঁচদিনের আফ্রিকান সফর শনিবার শেষ করেছেনসফর শেষে তিনি বলেন, নতুন এক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার এ সময়টিতে আমরা আফ্রিকার সঙ্গে হাঁটতে চাই খবর আল জাজিরা

তিনি বলেন, আমরা ফলপ্রসূ আলোচনা করেছিআলজেরিয়া, মৌরতানিয়া, সেনেগাল ও মালিতেও যোগাযোগ করেছি

এরদোগান বলেন, আমরা আফ্রিকাকে ভালবাসিআমাদের আফ্রিকান ভাইদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই ৪০টিরও বেশি মাছ ধরার নৌকা মৌরতানিয়ার পানিতে সক্রিয় রয়েছেতুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা এমন নীতিতে চলবো, যেটা সবার জন্য ভালযেটা দিয়ে সবাই উপকৃত হবেন

আফ্রিকার জি৫ সাহিল যৌথ বাহিনীতে ৫০ লাখ ডলার সহযোগিতা করবে তুরস্কসাহেল অঞ্চলে সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে জি৫ সাহেল যৌথ বাহিনীএ লড়াইকে জোরদার করতেই তুরস্ক সহায়তা করতে যাচ্ছে পশ্চিম আফ্রিকার উত্তরের মরুময় সাহারা ও দক্ষিণের আদ্র ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলটি সাহিল নামে পরিচিতএ অঞ্চলে হালকা তৃণভূমি ও ঝোপঝাড় দেখতে পাওয়া যায় এরদোগান তার নিজস্ব ওয়েবসাইটে বলেন, গত কয়েক বছরে আমরা ওই অঞ্চলের উন্নয়নে ব্যাপক সহযোগিতা করেছিমালিতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে আমরা ভূমিকা রাখতে চাই মালিতে তুরস্কের প্রেসিডেন্টি হিসেবে এটাই এরদোগানের প্রথম সফর ছিল


শেয়ার করুন

0 facebook: