04 March 2018

১০১০ জন কওমি আলেমকে স্বীকৃতির পর সরকারি চাকরি


স্বদেশবার্তা ডেস্কঃ কওমি সনদের সরকারি স্বীকৃতির পর এক সঙ্গে এক হাজার ১০ জন কওমি আলেমকে সরকারি চাকরিতে নিয়োগ দিচ্ছে সরকার

সোমবার (০৫ মার্চ) সকাল ১০টায় এক সঙ্গে এক হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগদান করবেন বলে রোববার (০৪ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

এতে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (ষষ্ঠ পর্যায়) প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কওমি নেসাবের শিক্ষক হিসেবে তারা যোগদান করবেন

বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এত কওমি আলেমের সরকারি চাকুরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগদান শেষে সকল শিক্ষকের জন্য তিন দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে

সোমবার বেলা আড়াইটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কর্মশালার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ধর্মসচিব মুহম্মদ আনিছুর রহমান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী

সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল

২০১৭ সালের ১১ এপ্রিল গণভবনে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে তিন শতাধিক আলেমের উপস্থিতিতে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদের স্নাতকোত্তর ডিগ্রির সমান মর্যাদার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাএ সংক্রান্ত সরকারি একটি প্রজ্ঞাপনও জারি হয়

যদিও কওমি সনদের সরকারি স্বীকৃতির রূপরেখা, প্রক্রিয়া ও পদ্ধতি এখনও নির্ধারণ করা হয়নিএটা নিয়ে আলোচনা চলছেএরই মধ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ তাদের বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (ষষ্ঠ পর্যায়) প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কওমি নেসাবের আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়


শেয়ার করুন

0 facebook: