স্বদেশবার্তা ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মিলাদে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে বসতঘরে হামলা ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার হারজী নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারজী নলবুনিয়া গ্রামের আ. হালিম খানের মেয়ে তাছলিমা আক্তার নতুন ঘরে মিলাদ অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন খান দলবল নিয়ে হালিম খানের বসত বাড়িতে ঢুকে ভাংচুর এ হামলা চালায়।
এ ঘটনায় আ. হালিম খানের মেয়ে তাছলিমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঠবাড়িয়া থানার এসআই ওসমান গনি জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: