15 March 2018

শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে


স্বদেশবার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মুহম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেতিনি এলাকার উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানআজ বিকেলে শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুলের শিক্ষা মেলা উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা  বলেন

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় চীফ হুইফ আসম ফিরোজ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম, বগুড়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আলিমুন রাজিব, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, বিএমএর সভাপতি ডা, মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক রেজাউল আলম জুয়েল, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ


প্রধান অতিথি আরো বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অচিরেই শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স একটি উন্নত মানের অ্যাম্বুলেস, আল্ট্রাসোনগ্রাফি মেশিন, এক্সরে-মেশিন  প্রদানের আশ্বাস দেনঅনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয় চত্বরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, শিক্ষা বিষয়ক উপকরণ বিতরণ, ভাষা আন্দোলন ও মুক্তি সংগ্রামের দুর্লভ চিত্র পরিদর্শন করেন


শেয়ার করুন

0 facebook: