08 March 2018

হত্যার পর রক্তমাখা হাতে ফেসবুক লাইভ! (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্কঃ আবু মারওয়ানসিরিয়ার এই নাগরিক স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছেশুধু তাই নয় হত্যার  পর রক্তমাখা হাতেই ফেসবুকে লাইভ করেছে তিনিখবর ডেইলি মেইল

স্ত্রী তার কথার বাধ্য না হওয়ায় ছোট মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন করেছেনআর কিভাবে খুন করেছেন সেই বিবরণ দিয়ে রক্তমাখা হাতেই ফেসবুক লাইভ করেন তিনিলাইভের ক্যাপশনে লিখেছেন, স্বামীকে বিরক্ত করলে এরকম শাস্তি পাওয়া উচিতযে সব নারী স্বামীদের বিরক্ত করেন, তাদের শিক্ষা দিতেই এ লাইভ ভিডিও

ভিডিওটি শেয়ার করার জন্য ফেসবুক ব্যবহারকারীদের আহ্বানও জানান তিনিএ কাজে ছেলেকেও দলে টেনে নিয়েছেনবাবার প্রতি তীব্র আনুগত্য থেকে ছেলেও ভিডিও শেয়ারের আহ্বান জানিয়েছে

সিরিয়ার বাসিন্দা আবু মারওয়ান দীর্ঘদিন ধরে জার্মানিতে শরণার্থী হিসেবে বসবাস করে আসছেনদুই ছেলে ও এক মেয়ে রয়েছে ওই দম্পতিরঅনেকদিন আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় মারওয়ানেরআদালতের নির্দেশে তিন ছেলেমেয়েই সাবেক স্ত্রীর তত্ত্বাবধায়নে ছিল

মাঝে মাঝেই স্ত্রীকে বিরক্ত করতো মারওয়ানবেশ কিছুদিন ধরে নতুন আবদার শুরু করেছিলবিচ্ছেদ ভুলে গিয়ে ফের একসঙ্গে থাকার কথা বলেতবে তা  মেনে নেননি  স্ত্রীতাতেই রেগে যায় মারওয়ানছেলেকে সাক্ষী রেখে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে স্ত্রীকে পুলিশকে খবর দেয় মারওয়ানের মেয়েপুলিশ এরইমধ্যে আবু মারওয়ানকে গ্রেপ্তার করেছেন


শেয়ার করুন

0 facebook: