08 March 2018

যুদ্ধজাহাজে প্রথম নারী কমান্ডার


আন্তর্জাতিক ডেস্কঃ জাপান রিয়োকো আজুমা নামের এক নারী নৌকর্মকর্তাকে প্রথমবারের মতো যুদ্ধজাহাজের কমান্ডার নিয়োগ করলো বিশ্বের তৃতীয় অর্থনৈতিক পরাশক্তি

সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়, রিয়োকো আজুমাকে জাপানের মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের প্রথম নারী স্কোয়াড্রন কমান্ডার নিযোগ উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়

নারী কমান্ডার আজুমা চারটি বিশাল যুদ্ধজাহাজের নেতৃত্ব দেবেনএগুলোর মধ্যে জাপানের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইজুমোও (Izumo) রয়েছে

এমন সম্মানজনক পদে নিয়োগ পাবার পর সাংবাদিকদের রিয়োকো আজুমা বলেন, ‘‘ আমি কিন্তু নিজের নারী হওয়া না হওয়া নিয়ে একদমই মাথা ঘামাই নাজাপানি যুদ্ধজাহাজের একজন কমান্ডার হিসাবে দায়িত্ব যথাযথভাবে পালনে নিজের সর্বশক্তি নিয়োগ করাটাই হচ্ছে আমার মনোযোগের বিষয়’’

আজুমা ছাড়াও জাপানের শক্তিশালী নৌবাহিনীতে আরও কিছু উচ্চপদস্থ নারী কর্মকর্তা রয়েছেনতবে তাদের সংখ্যা ৩০ জনের বেশি নয়বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত ৭টি দেশের মধ্যে লিঙ্গ সমতার দিক থেকে জাপানের অবস্থা সবচেয়ে শোচনীয়জাপানি নৌবাহিনীর এমন শীর্ষপদে আজুমার এই নিয়োগ সেই ঘাটতি কিছুটা পূরণ করবে

নারী বলে বিশেষ বিবেচনায় আজুমাকে এই পদে নিয়োগ দেয়া হয়নিবরং পেশাগত দক্ষতা ও যোগ্যতাবলেই তাকে স্কোয়াড্রন কমান্ডার নিযোগ করা হয়েছেতার ওপর অর্পণ করা হয়েছে জাপানের সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজের দায়িত্ব


রিয়োকো আজুমার বয়স এখন ৪৪ বছর১৯৯৬ সালে তিনি মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সে (এমএসডিএফ) যোগ দেনকিন্তু সে সময় জাপানি যুদ্ধজাহাজগুলোতে কোনো নারীর নিয়োগ পাওয়ার বা কাজ করার কোনো সুযোগই ছিল নাতবে ১০ বছর আগে সেই বৈষম্যমূলক নিয়মের অবসান ঘটে


শেয়ার করুন

0 facebook: