09 March 2018

এবার সামরিক শক্তি বৃদ্ধি করছে কাতার


আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে নিরাপত্তা চুক্তি করেছে কাতারএ চুক্তির ফলে ন্যাটোর সেনারা পারস্য উপসাগরীয় এ দেশটিতে প্রবেশ করতে পারবে এবং আল-উদাইদ সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে

কাতারের আল-উদাইদ ঘাঁটিটি রাজধানী দোহা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং সেখানে ১১ হাজার সেনা রয়েছে যার বেশিরভাগই মার্কিন সেনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদরদপ্তরে এ চুক্তি সই হয়চুক্তি সইয়ের অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এবং ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ উপস্থিত ছিলেনএসময় দু পক্ষ কাতারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করে

কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধ ব্যর্থ করে দেয়া হয়েছেজার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন

কাতারের আমির আরও বলেছেন, জনগণের ওপর চাপিয়ে দেয়া অবৈধ ও আগ্রাসী তৎপরতা ভণ্ডুল করে দিয়ে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিকাতার দেখিয়ে দিয়েছে কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের মাধ্যমে ছোট রাষ্ট্রও বৃহৎ প্রতিবেশীদের আগ্রাসন মোকাবেলা করতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাতে হবেএ জন্য সব দেশ বিশেষকরে ধনী ও শক্তিধর দেশগুলোর দায়িত্ব রয়েছেএ ক্ষেত্রে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিও আহ্বান জানান কাতারের আমির


শেয়ার করুন

0 facebook: