10 March 2018

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো ২ বোনের


স্বদেশবার্তা ডেস্কঃ শনিবার সকাল ৮টায় যশোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী (শিক্ষার্থী)  দুই বোন নিহত হয়েছেএ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর বাঁগআচড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলো- সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোজা ও ষষ্ঠ শ্রেণির জেরিন জানা যায়, বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর তার দুই মেয়েকে মোটরসাইকেলে করে স্কুলে দেয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে বাঁগআচড়া বাজারে পৌঁছলে নাভরণ থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়এতে ঘটনাস্থলেই ওই দুই বোনের মৃত্যু হয়

বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ওসি হুমায়ূন কবীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছেপ্রভাষক আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে


শেয়ার করুন

0 facebook: