10 March 2018

প্রকাশ্যে হিজাব খোলায় এক নারীর কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে জনসমক্ষে হিজাব খুলে ফেলার দায়ে এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত৷ রায়ের পর বৃহস্পতিবার সকাল থেকে তেহরানের রাস্তায় নেমে প্রতিবাদ করেন কিছু নারী৷

এদিন ছিল আন্তর্জাতিক নারী দিবস৷ রাজধানী তেহরানে দণ্ডিত নারী ও হিজাব বন্ধের দাবিতে বিক্ষোভ করেন ইরানি নারীরা জানা গেছে, হিজাব খুলে উড়িয়ে দেয়ার অভিযোগে বুধবার ৩৪ বছরের এক নারীকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত৷

দণ্ডিত ওই নারীর নাম প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে, তিনি নার্গিস হুসেইনিতাকে এ বছরের শুরুতে তেহরানে আটক করা হয়েছিল৷ তেহরানের পাবলিক প্রসিকিউটর আব্বাস জাফর দোলাতাবাদী বলেছেন, ‘দেশের আইনে যা বলা আছে, তা মেনেই এ রায় দেয়া হয়েছে৷'

ইরানের আইন অনুযায়ী, নারীদের হিজাব পরা বাধ্যতামূলক৷ আইনে স্পষ্ট বলা আছে, মেয়েদের চুল ঢাকতে হবে এবং শরীরের সব অংশ ঢেকে রাখতে হবে৷ গত কয়েক মাস ধরে ইরানের কিছু নারী প্রকাশ্যে হিজাব খুলে প্রতিবাদ করছেনএর সঙ্গে জড়িত অন্তত ৩০ নারীকে আটক করা হয়েছে৷

জানা গেছে, গত বছর ইরানি নারী সাংবাদিক মিসাহ আলিনেজাদ প্রথম হ্যাশট্যাগ হোয়াইটওয়েডনেসডেজআন্দোলন চালু করেন৷ নিজের হিজাব খুলে লাঠিতে বেঁধে উড়িয়ে দেন তিনি৷ এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করেনকয়েক দিনের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ৷ এখনও তিনি কারাগারে আছেন


শেয়ার করুন

0 facebook: