10 March 2018

এতো মোটা থেকে এতো স্লিম!


আন্তর্জাতিক ডেস্কঃ একবার নিজের মোটা শরীরের জন্য রোলারকোস্টারের সিটে আটকে যান লরা কসবিএই ঘটনার পর নিজের ওজন কমানোর সিদ্ধান্ত নেন তিনিশেষমেশ স্লিমার অব দ্য ইয়ার পুরস্কার পান এই দুই সন্তানের মা

৩৫ বছর বয়সী লরার ওজন এখন ৬৩ কিলোগ্রামেরও কমঅথচ ৩০তম জন্মদিনের আগে ১২০ কিলোগ্রাম ওজন ছিল তার ইংল্যান্ডের লেইচস্টারে বসবাসকারী এই নারী বলেন, ৩০তম জন্মদিনের আগে থিম পার্কের এয়ার রাইডে উঠেছিলাম আমিএকটু চাপাচাপির পর রাইডের হারনেসটা ফিট হয়কিন্তু রাইড শুরু হওয়ার পর আমি বুঝতে পারি এটা আমার ওজন নিতে পারবে না

তিনি বলেন, পুরোটা সময় আমি কেঁদেছিতারপর যখন রাইড থামলো হারনেসটা আর খুলতে পারছিলাম না আমিপরে তিনজনের চেষ্টায় আমাকে বের করা হয় বাসায় রান্না করা খাবার খেয়ে ওজন কমিয়েছেন বলে জানান লরাতিনি বলেন, আমি বাসায় রান্না করা খাবার খেতে শুরু করলামএটাই আমাকে পাল্টিয়ে দিলোধীরে ধীরে কমতে থাকলো আমার ওজন

তিনি জানান, আমার ওজন ৯৫ কিলোগ্রামের নিচেই আনতে চেয়েছিলাম আমিকিন্তু পরে মনে হলো আমার ওজন আরও কমানো সম্ভবআমার আত্মবিশ্বাসও বেড়ে গেলো শুক্রবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে


শেয়ার করুন

0 facebook: