10 March 2018

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা


আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের ক্যান্ডি জেলার জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছেএছাড়া এই অঞ্চলে ছড়িয়ে পড়া মুসলিমবিরোধী দাঙ্গার বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা

শনিবার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দাঙ্গার তদন্ত করার জন্য অবসরপ্রাপ্ত তিনজন বিচারপতির সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে সরকারি কর্মকর্তারা জানিয়েছে, ক্যান্ডি জেলার কারফিউ শনিবার ভোর থেকে তুলে নেয়া হলেও সেখানে পুলিশের পাশাপাশি সেনা টহল অব্যাহত রয়েছেনতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সামরিক নিরাপত্তায় শুক্রবার সংখ্যালঘু মুসলিমদের জুমার নামাজ অনুষ্ঠিত হয়

গত রোববার শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক দাঙ্গার শুরু হয়ওইদিন ক্যান্ডির তেলেদেনিয়ায় একটি সড়ক দুর্ঘটনার জেরে এক বৌদ্ধ যুবককে পিটিয়ে হত্যা করে একদল মুসলিমপরদিন শত শত সিংহলি বৌদ্ধ ক্যান্ডিতে তাণ্ডব চালায়

একটি ভবন থেকে ২৩ বছর বয়সী এক মুসলিম যুবকের মরদেহ উদ্ধার করা হয়সহিংসতা আরও ছড়িয়ে পড়ার শঙ্কায় দেশটির সরকার মঙ্গলবার জরুরি অবস্থা জারি করে দাঙ্গায় এ পর্যন্ত তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেনএছাড়া দাঙ্গার সময় দুইশর বেশি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ


শেয়ার করুন

0 facebook: