আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের
পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২৪ সদস্য
নিহত হয়েছে। বালা বুলুক জেলায় হামলার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছিলেন সেনারা। ঠিক সে
সময়ই হামলা চালায় জঙ্গিরা। খবর বিবিসি।
সন্ত্রাসীরা
হামলা চালালে নিরাপত্তা বাহিনীও তাদের পাল্টা আক্রমণ করে। দু’পক্ষের
মধ্যে তীব্র লড়াই চলেছে। ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ
প্রদেশ আফিম চাষের কেন্দ্রে পরিণত হয়েছে।
বালা প্রদেশে গত
দু’সপ্তাহে এ নিয়ে একই ধরণের পৃথক হামলার ঘটনা ঘটেছে। এর আগেও ওই প্রদেশের
একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।
প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের এক মুখপাত্র দোওলত ওয়াজিরি রয়টার্সকে জানিয়েছেন, সাম্প্রতিক
হামলায় বিশেষ বাহিনীর চার সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়
প্রাদেশিক কাউন্সিলের প্রধান ফরিদ বাখতাওয়ার জানিয়েছেন, আফগান নিরাপত্তা
বাহিনীর বিমান হামলায় ২৫ সন্ত্রাসী নিহত হয়েছে। তালেবানের এক মুখপাত্র সামাজিক মাধ্যমে দাবি করেছেন,
স্ত্রসীদের হামলায় ৫৩ সেনা সদস্য হতাহত হয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: