13 March 2018

রুয়ান্ডায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্কঃ রুয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চে বর্জ্রপাতের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছেআহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪০ জনখবর এএফপি

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ওই গির্জায় বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইস নেইএ কারণেই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছেস্থানীয় প্রায় সব গির্জা একই পরিস্থিতিতে রয়েছে

দুই সপ্তাহের কম সময়ের মধ্যে রুয়ান্ডায় ভবন নির্মাণ নীতিমালা এবং শব্দ দূষণ প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে সাতশোর বেশি গির্জা বন্ধ করে দেয়া হয়েছেকর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে সচেতনতাও অনেক কম রয়েছে

বজ্রপাতসহ নানা ধরণের দুযোর্গ প্রবণ এলাকা রুয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর নিয়ারুগুরুস্থানীয় মেয়র হাবিটেগেকো জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই ঘটনাস্থলে মারা গেছেদু'জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেনএর আগে শুক্রবারেও বজ্রপাতে সেখানে এক ছাত্র নিহত হয়


বার্তা সংস্থা এএফপিকে শহরের মেয়র জানান, চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনকতিনি আরও বলেন, শুক্রবার বজ্রপাতের ঘটনায় তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: