15 March 2018

বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ করল ২ পুলিশ সদস্য


আন্তর্জাতিক ডেস্কঃ বাড়িতে একা পেয়ে এক তরুণীকে ধর্ষণ করেছে পুলিশের দুই কনস্টেবলএ ঘটনায় তরুণীর পরিবার মামলা করার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ভারতের ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ জেলার টুন্ডি পান্দেডি গ্রামে এ ঘটনা ঘটেছে

পুলিশ জানায়, মঙ্গলবার বাড়িতে ওই তরুণী একা ছিলএ সময় দুই কনস্টেবল বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে তরুণীর পরিবার এর পর অভিযুক্ত এক কনস্টেবলকে মঙ্গলবার ও আরেকজনকে বুধবার সকালে গ্রেফতার করা হয় বলে জানান টুন্ডি থানার ইনচার্জ কেশর সাহু


ধানবাদ পুলিশ সুপার আশুতোষ শেখর জানান, বুধবার সকালে পাটলিপুত্র মেডিকেল কলেজ হাসপাতালে তরুণীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই অভিযুক্ত কনস্টেবলদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসপি


শেয়ার করুন

0 facebook: