15 March 2018

স্ত্রীর প্রেমিকের সঙ্গেই বিয়ে দিলেন স্বামী


আন্তর্জাতিক ডেস্কঃ অন্য কাউকে ভালোবাসেন স্ত্রীবিয়ের কয়েক দিনের মধ্যেই এ কথা জানতে পেরে স্ত্রীর সঙ্গে সেই যুবকের বিয়ে দিলেন স্বামী সম্প্রতি ভারতের উড়িশ্যা রাজ্যে পারামা গ্রামে এমন ঘটনা ঘটেছে

ভারতীয় গণমাধ্যমের খবর, গত ৪ মার্চ উড়িশ্যার সুন্দরগড় জেলার পামারা গ্রামের বাসিন্দা বাসুদেবের সঙ্গে বিয়ে হয় দেবদিঘি গ্রামের বাসিন্দা ওই তরুণীরবিয়ের কয়েক দিন পর বাসুদেবের বাড়িতে বেড়াতে আসে তিন যুবকতাদের মধ্যে একজন বাসুদেবের স্ত্রীর তুতোভাই বলে নিজেকে পরিচয় দেননববধূর আত্মীয় বলে তাদের অতিথি আপ্যায়ন করানো হয়


স্থানীয়দের অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে নববধূকে ওই যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়পরে ওই যুবককে মারধর করা হয় খবর পেয়ে বাড়ি ফিরে বাসুদেব জানতে পারেন, ওই যুবক তার স্ত্রীর প্রেমিকশুধু তাই নয়, তার সঙ্গে মেলামেশা পছন্দ ছিল না তরুণীর পরিবারেরতাই জোর করেই বাসুদেবের সঙ্গে তার বিয়ে দেয়া হয় পরে বাসুদেব নিজে দাঁড়িয়ে থেকে সামাজিকমতে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেনগ্রামবাসী প্রথমে প্রতিবাদ করলেও পরে মেনে নেয়


শেয়ার করুন

0 facebook: