17 March 2018

পুত্রবধূর শিরশ্ছেদ করলেন শ্বশুর


আন্তর্জাতিক ডেস্কঃ ছেলের বউ ঘরের বাইরে গিয়ে চাকরি করায় পুত্রবধূকে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করে শ্বশুরএমনকি যখন এই ঘটনা ঘটে তখন কেউ এই নারীর সাহায্যে এগিয়ে আসেনিএ ঘটনা ঘটে ভারতের রাজস্থানের আলোয়াড়ায়।  

জানা যায়, আলোয়াড়ের শাহজাহানপুর গ্রামের একটি কারখানায় কাজ করত উমা, পরিবারের খরচ এবং সন্তানদের পড়াশোনার জন্য স্বামীস্ত্রী দুজনেই রোজগার করতেনশ্বশুর মামরাজ উমার বাড়ির বাইরে গিয়ে চাকরি করাটা পছন্দ করতেন নাএ নিয়ে উমাকে প্রায়ই কথা শোনাতো শ্বশুর মামরাজকিন্তু মামরাজের বিপক্ষে গিয়েই উমা শুধুমাত্র তার পরিবারের জন্য কারখানায় কাজ করতে যেতেন


এভাবে চলতে থাকলে গত বৃহস্পতিবার কাজে যাওয়ার সময়ই শ্বশুর মামরাজ খোলা তলোয়ার নিয়ে উমার শিরশ্ছেদ করে হত্যা করেএ ঘটনায় মামরাজকে গ্রেফতার করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: