18 March 2018

দুই সন্তানের মুখে বিষ দিয়ে অতঃপর মায়ের আত্মহত্যা


স্বদেশবার্তা ডেস্কঃ দাম্পত্য কলহের জেরে এক প্রবাসীর স্ত্রী তাঁর দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বলধারা ইউনিয়নের রামাকান্তপুর গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তার (২৭) রামাকান্তপুর গ্রামের আবদুল আজিজের স্ত্রীতাঁর মেয়ে আফরিন আক্তার (৫) ও ছেলে আবদুল মোমিনকে (৩) ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আট বছর আগে সিংগাইরের রামাকান্তপুর গ্রামের আবদুল আজিজের সঙ্গে রিনার বিয়ে হয়রিনার বাবার বাড়ি একই উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের চরভাকুম গ্রামে১২ বছর ধরে আবদুল আজিজ সৌদি আরব থাকেন

রিনার চাচা মিজানুর রহমান জানান, আজিজ সৌদি আরব থাকলেও মুঠোফোনে রিনার সঙ্গে দুর্ব্যবহার করতেনশ্বশুর-শাশুড়িও রিনাকে মানসিক নির্যাতন করতেনএসব বিষয় মেনে নিতে না পারায় রিনা দুই শিশুসন্তানকে বিষপান ক‌রি‌য়ে নিজেও বিষপান ক‌রে আত্মহত্যা করেনখবর পেয়ে শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রিনার লাশ দেখতে পানপরে রাতেই সন্তানদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়

অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রিনার শ্বশুর আবু বকর সিদ্দিক বলেন, তিনি বাড়ির বাইরে আছেনছেলের সঙ্গে বউয়ের কী হয়ে‌ছে, তা তিনি জানতেন নাপুত্রবধূকে মানসিক নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন তিনি

এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে রিনার স্বামীর বাড়িতে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাতাঁরা ঘটনা তদন্ত করেন


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হাসান জানান, ময়নাতদন্তের জন্য রিনা আক্তারের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেবিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি


শেয়ার করুন

0 facebook: