22 February 2018

পবিত্র কুরআন শরীফ হেফজ করলেন মিশরের ১০ বছরের দৃষ্টি প্রতিবন্ধী ইসরা


আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের ১০ বছরের ইসরা মুহাম্মাদ দৃষ্টি প্রতিবন্ধীদীর্ঘ ৫ বছর চেষ্টার পর সম্পূর্ণ কুরআন হেফজ করেছেনখবর ইকনা

ইসরা মুহম্মাদ মিশরের আসওয়ান প্রদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আন-নুরু ওয়াল আমালস্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রীদৃষ্টিশক্তির সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও দীর্ঘ ৫ বছর চেষ্টার পর সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফ হেফজ করতে সক্ষম হয়েছেন ইসরাতিনি তার খালার সাহায্যে পবিত্র কুরআন শরীফ হেফজ করেছেনতার খালা সেদেশের একটি পবিত্র কুরআন শরীফের হেফজ প্রশিক্ষণ সেন্টারের শিক্ষিকা

ইসরা বলেন, পবিত্র কুরআন শরীফ মুখস্থ করার জন্য আমি প্রতিদিন পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতাম এবং এখন প্রতিদিন পবিত্র কুরআন শরীফ না পড়লে আমার ভালো লাগে না।  সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফ হেফজ করে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ইসরাকারণ এর মাধ্যমে তিনি জীবনের সফলতা খুঁজে পেয়েছেন


তিনি আরও বলেন, পবিত্র কুরআনের হাফেজ হওয়ার কারণে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিসবশেষ গত রমজান মাসে রেডিওতে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি


শেয়ার করুন

0 facebook: