20 March 2018

মোদি সরকারের বিরুদ্ধে আজ অনাস্থা আনবে বিরোধীরা


আন্তর্জাতিক ডেস্কঃ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আজ ভারতের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করেছেন বিরোধী দলের জনপ্রতিনিধিরা এর আগে সোমবারও অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করেছিলেন তারাএ জন্য নোটিশ দিয়েছিল সদ্য বিজেপির সরকার হতে বেরিয়ে যাওয়া তেলেগু দেশম পার্টি-টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেসতাদের অভিযোগ, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা না দিয়ে কেন্দ্র তার বিরুদ্ধে বৈমাত্রিক আচরণ করছে

কিন্তু ওয়াইএসআর কংগ্রেস, এআইএডিএমকের মতো বেশ কয়েকটি দলের হইচইয়ের মধ্যে বেলা ১২টার দিকে লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়খবর এবিপি আনন্দ

জানা গেছে, মঙ্গলবার বিরোধীরা একাট্টা হয়ে অনাস্থা প্রস্তাব আনবেতবে সরকার বলেছে, তারা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় তৈরি দুপক্ষ নিজ অবস্থানে অনড় হওয়ায় আজ ফের পার্লামেন্ট উত্তাল হতে পারে বলে ধারণা করা হচ্ছে ওয়াইএসআর কংগ্রেস তাদের সব সাংসদকে আজ পার্লামেন্টে হাজির থাকার নির্দেশ দিয়েছে

দলীয় সাংসদ ওয়াইভি সুব্বা রেড্ডি লোকসভার সেক্রেটারি জেনারেল স্নেহলতা শ্রীবাস্তবকে চিঠি লিখে অনুরোধ করেছেন, মঙ্গলবারের লোকসভায় যে বিষয়গুলো উঠবে তার মধ্যে অনাস্থা প্রস্তাবটিকেও শামিল করে নিতে সুব্বা রেড্ডি জানিয়েছেন, সমগ্র ভারতকে তারা জানাতে চান, অন্ধ্রপ্রদেশের সমস্যাটা কোথায় হচ্ছে, সে জন্যই এ অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্তসব বিরোধী একাট্টা হয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেবে বলে তাদের আশা


টিডিপিও বলেছে, অনাস্থা প্রস্তাব আনার কারণ- বিজেপির ওপর থেকে তাদের ভরসা চলে গেছে বাম ও কংগ্রেস ঘোষণা করেছে, সরকারের বিরুদ্ধে আনা এই অনাস্থা প্রস্তাব সমর্থন করবে তারাএকই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস, এসপি ও ন্যাশনাল কনফারেন্সতবে শুধু বিজেপির কাছেই ২৭৩ জন এমপি থাকায় এই অনাস্থা প্রস্তাব পাস হবে না বলে মনে করা হচ্ছে


শেয়ার করুন

0 facebook: