20 March 2018

মৃত্যুর আগে ক্ষমতা ছাড়বেন নাঃ সৌদি যুবরাজ


আন্তর্জাতিক ডেস্কঃ মৃত্যুর আগ পর্যন্ত সৌদি আরবের ক্ষমতা ছাড়বেন না সৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমানরাজপরিবারের ১৫ হাজার রাজপুত্রের কেউই তাকে ক্ষমতা থেকে সরাতে পারবে নাএকমাত্র মৃত্যুই তাকে সৌদির শাসন ক্ষমতা থেকে সরাতে পারেমার্কিন গণমাধ্যমে নিজের প্রথম সাক্ষাৎকারে এসব কথা বলেন সৌদি যুবরাজ

রাজক্ষমতায় আসতে নিজের মাকে পর্যন্ত বন্দি করে রেখেছেন তিনিব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রামের খবর, শাসন ক্ষমতায় আসতে নিজের মাকে গত দুই বছর ধরে বন্দি করে রেখেছেন যুবরাজএর দুদিন পর সিবিএস নিউজের এই সাক্ষাৎকারে তিনি যে সব কথা বলেছেন তা তার ক্ষমতালিপ্সাকেই আরেকবার সামনে এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা

টানা ৬০ মিনিটের ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমি কোনো গান্ধীও নই, কোনো ম্যান্ডেলাও নইআমি ধনীর দুলালবিলাসবহুল জীবনযাপনের জন্য বিতর্কিত ও সমালোচিত সৌদি যুবরাজসাক্ষাৎকারে এ সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হয় তাকেউত্তরে তিনি বলেন, আমার ব্যক্তিগত খরচের কথা যদি বলেন তাহলে বলব, আমি একজন ধনীর দুলাল, গরিব নইআমি গান্ধী বা ম্যান্ডেলা নইতাকে প্রশ্ন করা হয়, নারীরা কি পুরুষের সমানজবাবে তিনি বলেন, পুরোপুরিআমরা সবাই মানুষ এবং এখানে কোনো পার্থক্য নেইতিনি জানান, সরকার নারীদের জন্য সমান মজুরি নিশ্চিত করতে নিয়ম জারি করার জন্য কাজ করছেসালমানের নেতৃত্বে এসব সংস্কারের পরও দেশটির নারীরা তথাকথিত পুরুষের অভিভাবকত্বের অধীনে রয়েছেনএই আইনে নারীদের জীবনের নিয়ন্ত্রক পুরুষএর ফলে নারীরা একা বিদেশ ভ্রমণ করতে পারেন না এবং নির্দিষ্ট ধরনের মেডিকেল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়

টেলিগ্রাফ জানায়, মোহাম্মদ বিন সালমান তার মাকে দুই বছরেরও বেশি সময় ধরে বন্দিকরে রেখেছেনএমনকি তার মাকে বাবা সৌদি বাদশা মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও দেখা করতে দেন নাযুবরাজের মা ফাহদা বিনতে ফালাহ আল হাতলেনে ৮২ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানের তৃতীয় স্ত্রীগত দুই বছরের বেশি সময় ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে নাতবে মায়ের উধাওহওয়ার বিষয়ে নানা ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ বিন সালমান

তিনি জানিয়েছেন, চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে ছিলেনযুক্তরাষ্ট্রে তার চিকিৎসা চলেছেতবে সৌদি সরকার গণমাধ্যমের এ খবরকে নাকচ করে দিয়েছেওয়াশিংটনে সৌদি দূতাবাসের একজন মুখপাত্র এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এটা সত্য নয়যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা জানান, তারা বিশ্বাস করেন ক্ষমতা দখলে যুবরাজের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারেন এবং বাদশাহকে প্রভাবিত করতে পারেন এ আশঙ্কায় যুবরাজ তার মাকে লুকিয়ে রেখেছেন


২০১৭ সালে চাচাতো ভাইকে রাজ্যের যুবরাজের পদ থেকে সরিয়ে ক্ষমতায় আসেন ৩২ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানএর পরই তিনি দুর্নীতি দমনের নামে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীসহ পরিবারের অপর সদস্যদের গ্রেফতার করতে থাকেনদেশটির শীর্ষ ধনী প্রিন্স আলওয়ালিদ বিন তালালকেও গত নভেম্বরে আটক করা হয়ক্ষমতা গ্রহণের পর তিনি সেনাবাহিনী ও প্রশাসনে ব্যাপক রদবদল করেন


শেয়ার করুন

0 facebook: