20 March 2018

২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ


স্বদেশবার্তা ডেস্কঃ বিদেশ থেকে ভর্তুকি দিয়ে সরকারের আমদানিকৃত উন্নতমানের ২০ মেট্রিক টন চাল পাচারের সময় কক্সবাজারের চকরিয়া উপজেলার মালমুঘাট থেকে জব্দ করেছে পুলিশ

গতকাল সোমবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে চট্টগ্রাম পাচারের সময় চকরিয়া হাইওয়ে পুলিশ শাহপরীর একটি কার্গো সার্ভিসসহ এসব চাল জব্দ করে


চকরিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আলমগীর হোসেন জানান, সন্ধ্যায় স্থানীয় লোকজন মালুমঘাট এলাকায় একটি চালভর্তি কার্গো সার্ভিস আটক করেখবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সরকারের আমদানিকৃত উন্নতমানের ২০ মেট্রিক টন চাল জব্দ করেচালগুলো চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছেবর্তমানে চালগুলো জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে


শেয়ার করুন

0 facebook: