20 March 2018

পেটের ভেতর ১৯ কেজির টিউমার


আন্তর্জাতিক ডেস্ক ভারতের কলকাতার শের আলি সাপুই (৫০) নামের এক ব্যক্তির পেট থেকে অপারেশন করে ১৯ কেজি ওজনের একটি টিউমার বের করেছেন চিকিৎসকরাঅপারেশনের পর তিনি সুস্থ আছেন

নিশ্বাস নিতে পারতেন নাকিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কপালে ঘাম জমতসবসময়ই মনে হতো পেটের ভেতর কিছু একটা আছেআচমকা তার ওজন বেড়ে যাওয়ায় ভয় পেয়ে গিয়েছিল পাড়া প্রতিবেশীরাওআলির পরিবারের লোকজন জানিয়েছেন, ওজন যন্ত্রে ওজন নিতে গিয়ে দেখা যায় শরীরে ওজন অনেক বেশি দেখাচ্ছে

কিন্তু সে এমন কোনো খাবারও খেত না যে হঠাৎ করেই এমন ওজন বেড়ে যাবেএর পরেই পরীক্ষা করে দেখা যায় পেটের মধ্যে লুকিয়ে রয়েছে বিশাল এক টিউমারকলকাতার বসিরহাট এলাকার শের আলি সাপুই (৫০) নামের ওই ব্যক্তি পেট থেকে বিশাল ওজনের ওই টিউমার বের করার পর এখন তিনি সুস্থ আছেন

চিকিৎসা পরিভাষায় একে বলে লাইপোসারকোমামূলত চর্বিযুক্ত টিস্যু নিয়েই তৈরি হয় এই টিউমারপ্রকাণ্ড এই মাংসপিণ্ড পাকস্থলীর সিংহভাগ অংশ জুড়ে ছিলঅস্ত্রোপচার করতে শহরের একাধিক হাসপাতালে ঘুরেছেন তিনিকিন্তু বেশ কয়েকটি হাসপাতাল তাকে ফিরিয়ে দেয়

রোগীর পরিবারের লোকজন জানিয়েছেন, প্রকাণ্ড এই টিউমারের অস্ত্রোপচার করতে দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছেরোগীকে দীর্ঘক্ষণ অজ্ঞান করে রাখতে হয় এমন অস্ত্রপচারেঅন্যান্য হাসপাতালে চিকিৎসকদের আশঙ্কা ছিল এত বড় অস্ত্রোপচারের ধকল সইতে পারবে না আলির শরীর

দীর্ঘদিন ধরেই ঠিকমতো খাওয়া দাওয়া না করে এমনিতেই দুর্বল হয়ে পড়েছিলেন আলিঅবশেষে সল্টলেকের বেসরকারি এক হাসপাতালে সোমবার সকাল সাড়ে আটটায় আলির শরীরে অস্ত্রোপচার করেন ড. জে কে শাহটানা দেড় ঘণ্টার অস্ত্রোপচার শেষে পাকস্থলী থেকে যে মাংসপিণ্ডটি বেরিয়েছে তার ওজন ১৯ কেজিরও বেশি

খাদ্যনালি থেকে তলপেট পর্যন্ত পেঁচিয়ে ছিল টিউমারটিচিকিৎসকরা জানিয়েছেন, শরীরে কোনও অংশ বাদ না দিয়েই টিউমারটিকে বাদ দেওয়া হয়েছেআপাতত সুস্থ আছেন আলিহাসপাতালের বেডে শুয়ে তিনি জানিয়েছেন, ভাবিনি আবার সুস্থ হয়ে উঠবডাক্তারদের কৃতিত্বে এখন ভাল আছি


শেয়ার করুন

0 facebook: