21 March 2018

বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের মধ্যাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত ও অপর ২১ জন আহত হয়েছেবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটেবুধবার পুলিশ এ তথ্য জানিয়েছে

আঞ্চলিক পুলিশের নারী মুখপাত্র ইমেল্ডা টোলেন্টিনোর বরাত দিয়ে এএফপি জানায়, মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের এক পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়গাড়িটি রাজধানী ম্যানিলা যাচ্ছিলউদ্ধারকর্মীরা গাড়িটি থেকে হতাহতদের উদ্ধার করেছে

চালক কেন বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিল তা পুলিশ তদন্ত করে দেখছেম্যানিলার প্রায় ১৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাবলায়ান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে


শেয়ার করুন

0 facebook: