24 March 2018

ট্রাকের চাকায় পিষে মৃত্যু ১০ জনের


আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল গতিতে ছুটে আসা ট্রাকের চাকায় পিষে মৃত্যু হলো ১০ তীর্থযাত্রীরহতদের ৮ জনই নারীএতে আহত হয়েছে আরো অনেকেভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ে গত শুক্রবার  র্মান্তির এ দুর্ঘটনা ঘটেছেখবর কলকাতা২৪এর

খবরে বলা হয়েছে, নিহতরা প্রত্যেকেই স্থানীয় দেবীমূর্তি দর্শন করতে যাচ্ছিলেনট্রাকের ধাক্কায় যাত্রীদের টেম্পো পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়চাকার তলায় পড়ে যান অনেকে।  প্রতাপগড়ের জগতপুর মোড়ে বারাণসী-লখনউ সড়কের ওপর ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়খবর পেয়ে জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ও স্থানীয় পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করেএর আগে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যায়


শেয়ার করুন

0 facebook: